MINHAJ UL QURAN INTERNATIONAL - BANGLADESH

মিনহাজ উল কুরআন ইন্টারন্যাশনাল - বাংলাদেশ

সালাম

মাকসুদ মোহাম্মদ নাসির

জগতময়  একি  শিহরণ

নুর নবীর শুভ আগমন

দু জাহায় মিলাদের ফরমান

শুকরিয়া হে রহিম-রহমান

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

২.

হে নবী মীম হা মীম ও দাল

তোয়া হা ইয়াসিন আফজাল

নাবীউর রাহমাত আল আমিন

ইয়া নাবী সায়্যেদুল মুরসালিন

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

৩.

তুমি যে জীবন্ত কুরআন

হে খোদার হাবীব মেহেরবান

তুমি যে মহান আল্লাহর নুর

আজানেও তব নামের সুর

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

৪.

হে শাহীদুন হায়াতুন নবী

সব জাহানে দেখেন যে সবই

মাবুদ বিনে জানেনা কেউ শান

মিদহাতে মগ্ন কুল জাহান

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

৫.

হে আহমাদ হাবীবে খোদা

নও কভু খোদা সে জুদা

তব জিকির জিকিরে খোদা

ঐ নামেই অমৃত সুধা

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

৬.

জিবরাঈল কে পাঠালেন রহমান

মিরাজে আল্লাহর মেহমান

বোরাক যে তোমার ই বাহন

ঊর্ধ্বলোকে মাবুদের মিলন

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

৭.

হে মিরাজী নূরী আহমাদ

দুনিয়াতে তুমি মুহাম্মাদ

সব সৃষ্টির শ্রেষ্ঠ সওগাত

তুমি যে হৃদয়ের রাহাত

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

৮.

ছায়াহীন হে নুরে মুজাসসাম

আজানেও  ধ্বনিত তোমার নাম

আল কুরআন তোমারি যে শান

তোমায় ভালোবাসাই যে ঈমান

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

৯.

আমরা সব বান্দাহ গুনাহগার

নেই আমল হাশর পারাবার

বাঞ্ছনা সাহারা আপনার

লও সালাম নবীদের সর্দার

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১০.

বাড়িয়ে দাও হৃদয় হাহাকার

খায়েশ যে তোমারি দীদার

এ মনে তৃষা সাহারার

দেখা দাও স্বপনে বারং বার

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১১.

তোমারি ঐ স্মিত হাসি

তুচ্ছ যে পূর্ণিমার শশী

তুমি যে রাহমাতে আলামীন

তোমার সদকায় ইসলাম মোদের দ্বীন

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১২.

সালাম জানায় সৃষ্টিকুল তোমায়

বনের পশু তরুলতায়

তসবিহ জপে পাথরদানা

নির্বাকেরও ছিল যে জানা

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১৩.

আরবে দীন ইসলামের ভোর

তুমিই তো গায়েবের খবর

বিশ্বাস করে আবু বকর

হইলেন যে সিদ্দীকে আকবর

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১৪.

রাউফুর রহিম শাহীদ ও মাশহুদ

আসনে  মাকামে মাহমুদ

তরাতে কঠিন পুলসিরাত

হে আঁকা করেন শাফায়াত

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১৫.

সবার মাঝে জ্বালাও আলো

মুছে যাক আঁধার ও কালো

পুরে দাও মনের যত আশ

হৃদয়ের ব্যাকুলও পিয়াস

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১৬.

তোমায় নিয়ে ভালবাসা

জেগে উঠুক সবার আশা

হৃদয়ের গহীনে সবার

হে নবী আমাদের সরদার

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১৭.

লও সালাম হে পিয়ারা নবী

সব মুমিনের হৃদয় ছবি

সব সালামই তরে তোমার

হে সাকিয়ে আবে কাওসার

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১৮.

সদকায়ে সিদ্দিক এ আকবর

সদকায়ে মা জননী আয়েশার

সদকায়ে ওমর ও ওসমান

হৃদয়ে চাই মদিনার সন্ধান

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

১৯.

সদকায়ে সব সাহাবা বদর

সদকায়ে  উহুদের প্রান্তর

সদকায়ে  আব্বাস ও হামজা

হোক নসীব জিয়ারতে রওজা

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা

২০.

সদকায়ে আলি মাওলার

সদকায়ে বেহেস্তের সরদার

সদকায়ে মা জননী ফাতেমার

লও সালাম হে রহমত দুজাহার

ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা

ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লা